• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোটারিয়ানরা বিশ্বব্যাপী আর্তমানবতার কল্যাণে কাজ করছে : সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মূর্তি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
রোটারিয়ানরা বিশ্বব্যাপী আর্তমানবতার কল্যাণে কাজ করছে : সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মূর্তি

ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি বলেছেন, রোটারিয়ানরা বিশ্বব্যাপী আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা তাদের কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করছে। লক্ষ্যমাত্রা অর্জন করতে সমাজকে ভিন্ন কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানরা এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর উদ্যোগে ক্লাবের ৩২তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর হিল ভিউ কনভেনশন হলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুধীসমাজের বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন। দুটো পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট সাউথের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ এবং দ্বিতীয় পর্বে মিটিং কল টু অর্ডার করেন নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্ত্তী। ৩২তম অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি বেলায়েত হোসেন চৌধুরীর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর প্রিন্সিপাল লে. কর্নেল এম আতাউর রহমান পীর, পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজিই ড. বেলাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কামরুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন রোটারিয়ান পিপি ক্ষমাকান্ত চক্রবর্তী। রোটারিয়ান শাহজাহান খানের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যসহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির জীবনবৃত্তান্ত পাঠ করেন প্রফেসর জয়ন্ত দাস। অনুষ্ঠানে রোটারিয়ান পিপি আব্দুল মালিক সুজন সম্পাদিত ৩২ তম অভিষেকের ম্যাগাজিনের এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ। আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারিয়ান পিপি মতিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, রোটারিয়ান পিপি বদরুজ্জামান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস, এ্যাসিন্ট্যান্ট গভর্নর এডভোকেট পিপি ড. শহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শাহ জুনায়েদ আলী, রোটারিয়ান পিপি দীপক রঞ্জন দত্ত, রোটারিয়ান গৌরাঙ্গ তালুকদার, রোটারিয়ান এসএম রশিদ আহমদ, নতুন সদস্য ক্লাবে ইনডাক্ট করেন ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তী, মো. আশরাফ হোসেন পাটোয়ারি, কার্তিক পাল, চৌধুরী মাহবুবুর রহমান, ইমতিয়াজ আহমেদ জগলু, ফয়সল আহমেদ, রাজু আহমদ ইফতি, টাইমলি এটেনডেন্স লটারি পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ড. আর কে ধর। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রোটারিয়ান রাজিব আহসান, রোটারিয়ান শামীম আহমদ আরএফএসএম, রোটারিয়ান জাকারিয়া মাহমুদ, রোটারিয়ান জাবেদ ইমদাদ চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইলাস আহমদ, রোটারিয়ান মারুফ আহমদ, রোটারিয়ান বীণা সরকার, রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।