• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিমান ও পর্যটন মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
বিমান ও পর্যটন মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির কাছে সিলেট বিভাগের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ২৪ অক্টোবর মন্ত্রী সিলেট সফরকালে সিলেট সার্কিট হাউসে তাঁর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, গণদাবী ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।
স্মারকলিপিতে পেশকৃত দাবীগুলো হচ্ছে-সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং সকল আন্তর্জাতিক রুটে দেশী-বিদেশী বিমানের ফ্লাইট চালু, সিলেট ওসমানী বিমানবন্দরে একটি পৃথক কার্গো টার্মিনাল নির্মাণ, বিমানবন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে সরাসরি কার্গো ফ্লাইট চালু, সিলেট-গৌহাটি-কলকাতা-দিল্লী রুটে সরাসরি ফ্লাইট চালু, সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু, সিলেট বিভাগের অধিবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-ঢাকা রুটে আভ্যন্তরিন ফ্লাইট বৃদ্ধি, সিলেট বিভাগকে পর্যটন অঞ্চল ঘোষণা, সিলেটে পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট-হবিগঞ্জ-সুনামগঞ্জ ও মৌলভীবাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেভেল এন্ড ট্যুরিজম প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন পুলিশের জনবল, যানবাহন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, সকল পর্যটন স্পটে পর্যটন পুলিশ বক্স স্থাপন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামে যাতায়াতকারী সকল আন্ত:নগর ট্রেনে প্রবাসী ও পর্যটকদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট থেকে সকল পর্যটন স্পটে বিআরটিসি’র শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট রেলওয়ে স্টেশনে প্রবাসী ও পর্যটক হেল্প ডেক্স ও পর্যটক হটলাইন চালু, দেশী-বিদেশী পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সকল সড়ক পথ, রেল পথ, নৌ পথ ও আকাশ পথে যাতায়াতের বিশেষ ব্যবস্থা চালু, সকল পর্যটন স্পটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী বিশ্রামাগার স্থাপন, মৌলভীবাজার জেলার সমশেরনগর বিমানবন্দর থেকে আভ্যন্তরিন ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর ব্যবস্থা, সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্রে রূপান্তরের ব্যবস্থা, পর্যটকদের সুবিধার্থে পর্যটন মোটেল নির্মাণ, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া বাংলো, সাতছড়ি ইকোপার্কসহ সকল পর্যটন স্পটকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর ইত্যাদি। প্রেস-বিজ্ঞপ্তি।