• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বার্সেলোনা : ইসলামি সম্মেলন ২০১৯

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৯
বার্সেলোনা : ইসলামি সম্মেলন ২০১৯
সাদেক আহমদ শিকদার ::: বার্সেলোনায় বসবাসরত দ্বীন দরদী মুসলমান ভাইদের জন্য সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার উদ্যোগে অনুষ্ঠিত হবে “বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরাম ও মুসলমানের দায়িত্ব ও করণীয় বিষয়ক *ইসলামি সম্মেলন ২০১৯*”
বার্সেলোনার মুসলিম তৌহিদী জনতার কাছে বিশেষ অনুরোধ। এখন থেকে দাওয়াতি কাজে সহযোগিতা করবেন।যাতে করে প্রোগ্রাম ভরপুর কামিয়াব হয়। এর মাধ্যমে হেদায়তের হাওলা চালু হয়।
আল্লাহপাক দ্বীনের সব কাজকে কবুল করে নিন।  আমিন
              দাওয়াতক্রমে:
        সিরাতে মুস্তাক্বীমের পক্ষে
        আব্দুল কাদির আল মাহদি