• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রিক্সা চালকদের মধ্যে ইউনিক সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
রিক্সা চালকদের মধ্যে ইউনিক সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

ইউনিক সোসাইটির উদ্যোগে সিলেটের রিক্সা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ অক্টোবর বিকেলে সিলেট নগরীর বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, রিক্সা চালকরা সমাজের নিম্ন আয়ের মানুষ। তারা রোদ বৃষ্টি সহ নানা প্রতিকূলতার মধ্যে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। একজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ইউনিক সোসাইটির মতো এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে অন্যান্য সামাজিক সংগঠনের এগিয়ে আসা আহ্বান জানান। পরিশেষে তিনি ইউনিক সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
সংগঠনের সভাপতি মো. মহররম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য উপ কমিটির সদস্য ডা. নাজরা চৌধুরী ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ট্রেজারার ইঞ্জি. মঈনুল ইসলাম চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি- মনিরুল হক চৌধুরী বাপ্পি, জাবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমদ সাংগঠনিক সম্পাদক- আলী হোসেন রাহী, অর্থ সম্পাদক ফাতেমা আক্তার, প্রচার সম্পাদক- নাজমুল ইসলাম, সহ সম্পাদক- প্রিয়াস, সদস্য জুবের আহমদ, শাওন মাহমুদ, সাগর, মারুফ, আদনান, জাকির,নাহিদ, আলমগীর, তাহমিদ, রুহুল আমিন, সিনথিয়া, মতিউর রহমান প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।