• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই উপদেষ্টার সাথে মতবিনিময়

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
দুই উপদেষ্টার সাথে মতবিনিময়

‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব হুমায়ুন আহমেদ এবং অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাবুল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। পৃথক পৃথক বৈঠকে উভয়ের সাথে অনুষ্ঠিত মতবিনিময় বৈঠকে তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় উভয় উপদেষ্টা ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র গতিশীল কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং তাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে উভয় উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আজম খানের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ ও আব্দুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম এ রহিম ও জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, প্রচার সম্পাদক সিএম দিলওয়ার রানা, পরিবেশ উন্নয়ন ও বনায়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, নির্বাহী সদস্য ফকির মোঃ ইবরাহিম শাহ (তেরা মিয়া) প্রমুখ। -বিজ্ঞপ্তি