মুক্তি সংগ্রামের ধারক ও বাহক হৃদয়ে ৭১’র ১৭২তম পাঠচক্র আসর গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সিলেট নগরীর আম্বরখানার পয়েন্ট ভিউ শপিং সেন্টারে অনুষ্ঠিত হয়। হৃদয়ে ৭১’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফির সঞ্চালনায় পাঠচক্রে খ্যাতিমান লেখক তাজুল মোহাম্মদ রচিত ‘সিলেটের যুদ্ধ কথা’ বইয়ের অংশ বিশেষ পাঠ করেন হৃদয়ে ৭১’র সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা জামিল আহমদ চৌধুরী।
পাঠচক্রে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রাসেল পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শোষণ, বঞ্চনা, নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত বাঙালী জাতির মুক্তি সংগ্রামের সময় মৌলভীবাজারের শমসের নগরে পাক বাহিনীর ষড়যন্ত্র প্রতিরোধে ছিলেন সশস্ত্র বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণ। সেদিন পাক বাহিনীর ষড়যন্ত্র পূর্ব থেকে প্রতিরোধ এবং ধারণা প্রাপ্ত না হলে পাক বাহিনী বড় ধরনের প্রতিশোধ নিতে পারতো। মুক্তি পাগল স্বাধীনতাকামী প্রিয় জাতি হিসাবে আমরা আজ গর্ববোধ করি। কারণ সব সময় জাতির ক্রান্তিলগ্নে সকল যোদ্ধা ঐক্যবদ্ধ হতে থাকি। কোন গুজবে কান না দিয়ে শৃংখলার মাধ্যমে সকলে পরিচয় দিতে থাকি। এরই নাম সচেতন জাতি।
পাঠচক্রে বিশেষ আলোচক হিসাবে বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, হৃদয়ে ৭১’র সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আহমদ হামজা চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সদস্য তরিকুল ইসলাম চৌধুরী মোবিন ও সৈয়দ নূর মোহাম্মদ দাউদ, হৃদয়ে ৭১’র সিলেট জেলা শাখার সাবেক আহবায়ক মোস্তাফিজ চৌধুরী লিমন, সিলেট জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক আবু বকর পারভেজ, হুমায়ূন রশীদ শাহিন, জুনায়েদ আল হাবিব, ফয়ছল জামান হৃদয়। প্রেস-বিজ্ঞপ্তি।