• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাট থেকে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
চুনারুঘাট থেকে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

২১ অক্টোবর ২০১৯ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি দল এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সুন্দরপুর বাজার ভেরাইটিজ স্টোরের সামনে থেকে ৭টি মোবাইল, ১০টি সীমকার্ড, নগদ-১০,০০০/-টাকা ও ০১টি মোটর সাইকেলসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ কাউসার (৩২), পিতাঃ ছনু মিয়া, সাং- দেউয়াতলী, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ, ২। জি এম মহিবুল ইসলাম সাদী(৩৮), পিতাঃ মৃতঃ আব্দুল হাকিম, সাং- কাইছনা জুরি, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ, ৩। মোঃ নাজিম উদ্দিন(৩৮), পিতাঃ মৃতঃ আব্দুল জলিল, সাং-উত্তর বড়জুস, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।