• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওমর ফারুক চৌধুরী এখন আঙুল চুষবেন !

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
ওমর ফারুক চৌধুরী এখন আঙুল চুষবেন !

আ.ফ.ম. সাঈদ     :::   আওয়ামী যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে  অব্যাহতি দেওয়া হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত যুবলীগের প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  পদ হারিয়ে ওমর ফারুক চৌধুরী কি এখন আঙুল চুষবেন? অচিরে তিনি সংগঠন থেকেও বহিষ্কার হতে পারেন।
স্মর্তব্য, গত ১৮ সেপ্টেম্বর যুবলীগ ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাবে ক্যাসিনোর মালিক খালিদ মাহমুদ ভুইঁয়াকে র‍্যাব আটক করার পর ওমর ফারুক ক্ষুব্ধ হন। উত্তেজিত হয়ে আইনশৃংখলা বাহিনীকে উদ্দেশ করে বলেছিলেন, এতদিন কি আপনারা আঙুল চুষছিলেন?
পুনশ্চ : “বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না।”

 

লেখক – আ.ফ.ম. সাঈদ
প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ঠ