• ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট সুরমা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? বলতে বলতে অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যখন সে আব্বা বলে ডাকতো তখন মা বলতো, আমি তোমার আব্বা। আমাকেই আব্বা ডাকো। সেই জন্যই সে জেলখানায় গিয়ে আব্বাকেও আব্বা বলে ডাকতো, আম্মাকেও আব্বা বলে ডাকতো।

তুহিন হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কী আশ্চর্য ব্যাপার বাবা হয়ে সন্তানকে হত্যা করে অন্যকে ফাঁসানোর জন্য।