• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কাতালোনিয়াতে আজ স্বরণকালের সবচেয়ে বড় হরতালের ডাক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
কাতালোনিয়াতে আজ স্বরণকালের সবচেয়ে বড় হরতালের ডাক

সাদেক আহমদ শিকদার, বার্সেলোনা থেকে : কাতালোনিয়াতে আজ স্বরণকালের সবচেয়ে বড় হরতালের ডাক দিয়েছে স্বাধীনতা কামী আন্দোলনকারীরা । এদিন আকাশ, স্থল ও নৌ পথ সবকিছু বন্ধ করে দিতে পারে তারা ।  একটা ভয়াবহ পরিস্থিতি ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে কাতালুনিয়া।  গত কয়েক দিন থেকে পুলিশ আন্দোলনকারী, হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে , একদিকে পুলিশের রাবার বুলেট অন্যদিকে এর জবাবে ককটেল বোমা, এসিড বোমা, গাড়ি ভাঙচুর এবং পরপর বারোটি গাড়িতে অগ্নিসংযোগ । রাতভর আকাশে পুলিশের হেলিকপ্টারে টহল, এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সাইরেন,পুলিশ ও আন্দোলনকারী পরস্পর মারমুখি অবস্থান, এমনই কয়েক টা ভয়াবহ রাত প্রত্যক্ষ করলো বার্সেলোনাবাসী । এ দিকে বাংলাদেশী সহ কমিউনিটিতে আতংক বিরাজ করছে ,বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা সহ বার্সেলোনা শহরের অধিকাংশ ব্যাবসা আজ বন্ধ থাকবে।