• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ক্যামব্রিজ গ্রামার স্কুলে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
ক্যামব্রিজ গ্রামার স্কুলে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট জেলা উশু এসোসিয়েশনের আয়োজনে ও চাইনিজ উশু ফাইটার স্কুলের সহযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে উশু ক্যাম্পইনের অংশ হিসেবে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা দুপুর ১টায় নগরীর পীরমহল্লাস্থ ক্যামব্রিজ গ্রামার স্কুলে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে উশুর কিছু প্রাথমিক কলা-কৌশল দেখানো ও আলোচনা করা হয়।
ক্যাম্পেইন প্রধান, আন্তর্জাতিক উশু কোচ ও চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও তানভীর চৌধুরী এবং আরিফ উদ্দিন ওলির যৌথ পরিচালনায় উশু ক্যাম্পইন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক ইসলাম উদ্দিন, সহকারী শিক্ষক খলিলুর রহমান ফয়সাল, কবির আহমদ, মো. সুলেমান হোসেন, নন্দিতা রানী দে, মাম্পী কপালী, ডালিয়া ইয়াসমিন, ফাতেমাতুজ জুহরা ইভা প্রমুখ।
ক্যাম্পেইনের প্রশিক্ষণে যারা সহযোগিতায় ছিলেন, আমিনুল ইসলাম তামিম, রাজন তালুকদার, মাছুম আহমদ হৃদয়, আমিনুল ইসলাম, আকাশ, নদী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।