• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সমাজকর্মী সেপুলের ফেসবুক হ্যাক্ড, র‌্যাব ও এসএমপিতে অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
সমাজকর্মী সেপুলের ফেসবুক হ্যাক্ড, র‌্যাব ও এসএমপিতে অভিযোগ

সমাজকর্মী শেখ তোফায়েল আহমদ সেপুলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক্ড হওয়ায় র‌্যাব-৯ ও সিলেট এসএমপি বরাবরে অভিযোগ দাখিল করেছেন তিনি। ১৭ অক্টোবর বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে এই অভিযোগ দাখিল করেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি একজন সমাজকর্মী হিসেবে গত কাউন্সিলর নির্বাচনে ৪নং ওয়ার্ডে নির্বাচন করি। এছাড়াও আমি সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্ট ২৪২৩ এর সভাপতির দায়িত্ব পালন করে আসছি। জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর প্রশাসনিক প্রশিক্ষণ প্রাপ্ত ও যুব এ্যাওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। গত ২৩ সেপ্টেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটের সময় একটি স্বার্থান্বেষী মহল আমার নামীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর আইডি হ্যাক্ড আমার সুনাম নষ্ট করতে চাচ্ছে। এব্যাপারে আমি প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করছি। প্রেস-বিজ্ঞপ্তি।