২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-১৯ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা’র মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিলেট-জকিগঞ্জ সড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে চালক-যাত্রীদের সচেতনতাবৃদ্ধি ও দুর্ঘটনা রোধে যানবাহনে সচেতনতামূলক স্টিকার সাটানো হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন নিসচা-সিলেট জেলা’র সভাপতি সংগঠক এম.বাবর লস্কর, সিলেট জেলা গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি, সমাজকর্মী শেখ তোফায়েল আহমদ সেপুল, নিসচা-সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, সদস্য এ টি এম হামিদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছদরুল আমিন সহ মালিক-চালক সমিতির নেতৃবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দরা চালক-যাত্রী-পথচারীদের সড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে আহব্বান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।