বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাবার চাই (নিখাচ) এর উদ্যোগে ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট মহানগরের সহযোগিতায় সিলেটে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ২টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুরমা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্ঠা অ্যাডভোকেট মোহাম্মদ লালা। স্বাগত বক্তব্য রাখেন আসক সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা। আসক সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আসক সিলেট বিভাগের সাধারণ সম্পাদক লাকী আক্তার নূপুর, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না ও সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট সলমান আহমদ, রণদেব, আল মুবিন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অসিম কুমার দাস, অ্যাডভোকেট মোবারক হোসাইন, অ্যাডভোকেট সুবল কান্তি পাল, কামরুল ইসলাম চৌধুরী, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, নাঈম ইসলাম, জাকির হোসেন, অ্যাডভোকেট বিভুভূষণ দাস, অ্যাডভোকেট আরিফ আহমদ, শুভ আহমদ, অ্যাডভোকেট প্রিন্স আলম হাওলাদার, বাবুল ইসলাম, আনিসুল হক, ইফতেখার মাহমুদ, সাজন আহমদ প্রমুখ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাংকিত ক্ষুধামুক্ত পৃথিবী’। প্রেস-বিজ্ঞপ্তি।