• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বার্মিংহামে সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান’র মতবিনিময়

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
বার্মিংহামে সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান’র মতবিনিময়

যুক্তরাজ্য প্রতিনিধি :
বার্মিংহামে সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান মতবিনিময় করেন দিরাই ও শাল্লার প্রবাসীদের সাথে ।গত রবিবার দিরাই শাল্লার নাগরিক কমিটি উক্ত মতবিনিময় সভার আয়োজন করে ।
এতে সভাপতিত্ব করেন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস শাখার উপদেষ্টা প্রবীণ মুরুব্বী মনাফ মিয়া। উক্ত মতবিনিময় সভার পরিচালনা করেন জনাব আকমল মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস এর উপদেষ্টা শেখ আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম কমিউনিটি নেতা বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া। বিশেষ অতিথি দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস এর উপদেষ্টা হাজী আইয়ুব আলী।
বিশেষ অতিথি ছিলেন মিডলেনড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু । বিশেষ অতিথি দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফিরুক। উপস্থিত ছিলেন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মীডল্যান্ড এর মেম্বারশীপ সেক্রেটারি মীডল্যান্ড যুবলীগ সভাপতি জনাব জুবের আলম খোরশেদ। বিশেষ অতিথি দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস এর সিনিয়র সহ-সভাপতি হারুন মিয়া। বিশেষ অতিথি দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম এন্ড মিডলেনডস এর উপদেষ্টা মকদদুস মিয়া। উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম, মসুদ মিয়া, ফিরুজুল মিয়া, বাউল হারুন ,সানুর মিয়া ও লাভলু মিয়া।