কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের গাছবাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১৫ টি দোকান ভাংচুর করে মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। গত শুক্রবার (২৫/০৭/২০১৪ইং) দিবাগত রাতে আড়াইটার দিকে এ ডাকাতি ঘটে। এ ঘটনায় বাজার কমিটির কোষাধ্যক্ষ সুহেল আহমদ রানা বাদি হয়ে গতকাল কানাইঘাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত অস্ত্রে সজ্জিত হয়ে কানাইঘাটের গাছবাড়ি বাজারে হানা দেয়। তারা বাজারের বেশ কটি দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে যায়। অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের হাত পা বেধে ফেলে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যাওয়ায় ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বাজার কমিটির লোকজন বাজারে জড়ো হন। কে বা কারা ডাকাতি করেছে এ নিয়ে স্পষ্ট কোন প্রমাণ না থাকলেও বাজার কমিটির কোষাধ্যক্ষ রানা বাদী হয়ে গতকাল লোকমান আহমদ, আব্দুল কুদ্দুছ, সাব্বির আহমদ ও মো: আব্দুস সামাদ সহ ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের বেশির ভাগই বাজারের ব্যবসায়ী। দলীয় বিরোধ ও জমিজমা নিয়ে বিরোধ থাকার কারণে ক্রোধের বশে অনেককে আসামী করা হয়েছে বলে বাজারের ব্যবসায়ী একটি সূত্র জানায়। বাজার কমিটির হয়ে যাওয়া নির্বাচন নিয়েও তাদের মধ্যে বিরোধিতা রয়েছে। এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জানান, গাছবাড়ি বাজারে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।