• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
মাধবপুরে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য উজ্জ্বল মিয়া(২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।    উজ্জ্বল মিয়া উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

উজ্জ্বল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ছাতিয়ান পুলিশ তদন্ত কেন্দ্রের এক দল পুলিশ ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আজমিরুজ্জামান জানান, উজ্জ্বল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি এবং চুরির একাধিক মামলা রয়েছে।