বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৩ আগস্ট মাসিক ক্রীড়া প্রতিযোগীতা আগস্ট ২০১৯ সফলভাবে বাস্তবায়নের জন্য সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমানকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। বিভাগীয় সাধারণ সভায় উপস্থিত বিভাগীয় নেতৃবৃন্দদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ৮ আগস্ট বিকাল সাড়ে ৫টায় ১ ঘন্টার সাংগঠনিক সভা, ১৭ আগস্ট শনিবার বিকাল ৪টায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও বিশেষ সভা, ১৯ আগস্ট সোমবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট হতে লন্ডন সরাসরি বিমান ফ্লাইট চালু ও সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন, ২৪ আগস্ট শনিবার বেলা ১১টায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাহায্যার্থে সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী ২৭ জন অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং ৩১ আগস্ট শনিবার বেলা ১১টায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির পরিচিত সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯ আগস্টের মানববন্ধন কর্মসূচী ব্যতিত অন্যান্য কর্মসূচী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত উভয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে দপ্তর সম্পাদক এবাদ উল্লাহর পরিচালনায় বিভাগীয় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সাংগঠনিক অবস্থান উপস্থাপন করে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান। সাংগঠনিক বিভিন্ন মতামত ও উদ্যোগের পরামর্শ উপস্থাপন করে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম শিতাব, মো. নিয়াজ কুদ্দুছ খাঁন, মো. আছকির মিয়া, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জ্াদ খান, যোগাযোগ সম্পাদক মো. মকবুল চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সমাজসেবা সম্পাদক মো.মহিবুর রহমান মুহিব, সহ প্রচার সম্পাদক মো. রমজান আহমদ সাকিল, সহ যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমাজ উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাহেদুজ্জামান, সহ আন্তর্জাতিক সম্পাদক মো. মাছুম হোসেন সজীব, সদস্য মো. দুলাল মিয়া, মো. শহিদুল ইসলাম ও অলিউর রহমান তপু। সভা শেষে বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মুখতার আহমেদের রোগমুক্তি কামনা ও ডেঙ্গু জ্বরের মহামারী থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে করুণা কামনা করে দোয়া পরিচালনা করেন সংস্থাদয়ের প্রতিষ্ঠতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। প্রেস-বিজ্ঞপ্তি।