সিলেট সুরমা ডেস্ক :
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ইলেকশন আপীল বোর্ডের প্রশাসককে অকার্যকর করা হয়েছে। প্রশাসক নিয়োগ কেন অবৈধ ও বেআইনী হবে না এম মর্মে কারনে দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইাকোর্ট। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মেম্বার (এ-৬১২)-এর করা রিট পিটিশনের (নং-৮৭৬৫/২০১৯) আদেশে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি সনিয়া সরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার (৬আগস্ট) এ রুল জারি করেন। রুল জারির ২৮ দিনের মধ্যে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হচ্ছেন, বানিজ্য মন্ত্রনালয়ের সেক্রেটারী, বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও পরিচালক ট্রেড অরগানাইজেশন, বানিজ্য মন্ত্রনালয়ের (টি,ও-১ অধিশাখা) ডেপুটি সেক্রেটারী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসন কর্তৃক উত্তরকৃত সেক্রেটিয়েন্ট,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বোর্ড অব ডিরেক্টরস ইলেকশনের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।