সিলেট সুরমা ডেস্ক :
বিগত ২০০৪ সালের ৭ই আগস্ট গুলশান সেন্টারে হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. ইব্রাহিম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিরা মহানগর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২০০৪ সালের ৭ই আগস্ট এই হামলা চালায়। আল্লাহর রহমতে আমরা অনেকে সেখান থেকে বেঁচে যাই। কিন্তু মো. ইব্রাহিমকে বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইব্রাহিম স্মৃতি সংসদে উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিরা পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরও এ ধরনের জঙ্গি হামলা চালায় যা অত্যন্ত দুঃখজনক। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই হামলাকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের পরিচালনায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সম্পাদক মন্ডলীর সদস্য জগদীস দাস, তপন মিত্র, সদস্য জামাল চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, মো. সোবহান প্রমুখ।