• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলায় ১২ দিনে ৬টি অস্বাভাবিক মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
জুড়ী উপজেলায় ১২ দিনে ৬টি অস্বাভাবিক মৃত্যু

সিলেট সুরমা ডেস্ক : জুলাই মাসের শেষ ১২ দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৬টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০ জুলাই শনিবার বিকাল চারটায় নিখোঁজের দুইদিন পর উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র শিপুুল মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার হয়। ২১ জুলাই রোববার রাত ১১টায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের আনোয়ার খা’র পুত্র সামাদ খা (১৭) পানিতে ডুবে মারা যায়।
২৩ জুলাই মঙ্গলবার দুপুর একটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন দাস (২২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়। শাওন এর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামে নৌকা চালানো অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাগটেকা গ্রামের যথীন্দ্র কুমার দাস (কুটুবালা) এর পুত্র রূপক দাস রুপাই (২৮) নামে এক নৌকা শ্রমিকের মৃত্যু হয়।
৩১ জুলাই বুধবার সকাল ৭টায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় অর্জুন ভর (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এদিন একই ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামের মিলন খানের পুত্র আবুল খান (৩০) বাড়ীর পার্শ্ববর্তী পুটিছড়া বাঁশ মহাল লাশ উদ্ধার হয়।