দেশের অধ:স্তন আদালতের কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত সহ যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন উল্লেখপূর্বক ৩দফা দাবীতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সিলেট জেলা শাখা এ স্মারকলিপি প্রদান করেন। সোমবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ৯টায় সিনিয়র জেলা ও দায়েরা জজ কে.এম রাশেদুজ্জামান রাজার মাধ্যমে যুগ্ম সচিব ( প্রশাসন-১) দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর প্রেরিত এ স্মারকলিপি সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখা প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিজ্ঞ বিচারকদের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল নামে স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা হয়। কিন্তু বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্ত্ব্ওে স্বতন্ত্র বেতন স্কেল সহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং বিচার বিভাগের চাকুরী করা সত্ত্ব্ওে জনপ্রশাসনের কর্মচারী হিসেবে তারা চরম পীড়াদায়ক পরিস্থিতির স্বীকার। বেশিরভাগ কর্মচারীই আর্থিকভাবে মানবেতর জীবন যাপন করেন থাকেন। সার্বিক পেক্ষাপট বিবেচনায় বর্তমান জনবান্ধব সরকারের নিকট অধ;স্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসাবে গণ্য করত: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রনালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ট্যতার ক্রমানুসারে প্রতি ০৫বৎসর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। এছাড়া অধ:স্তন আদালতের কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের ৩ দফা দাবী বাস্তবায়ন চান বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েন সিলেট জেলা শাখা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী, রতি কান্ত দাস, সহ-সভাপতি- কজ্জল কান্তি চক্রবতী, মোঃ আজাদ মিয়া, আমিনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সুব্রত সিংহ, সহ সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ অর্থ সম্পাদক মোঃ খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা রাণী পাল, আইন বিষয়ক সম্পাদক দীপংকর পাল, প্রচার সম্পাদক সুলতান আহমদ, সহ প্রচার সম্পাদক মোঃ আজম আলী, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সহ দপ্তর সম্পাদক মোঃ ফাইজুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নীল মনি পাল, আপ্যায়ন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক মোঃ আবুল হাসান, কার্যকরি সদস্য মোঃ আব্দুল কাদির-১, মোঃ আব্দুল কাদির, মোঃ ফারুক আহমদ, হোসেন আহমদ,মোঃ জসীম উদ্দিন, মোহাম্মদ ছয়েফ উদ্দিন, মোঃ আবুল হাসনাত রিয়াজ, মোঃ আলী হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ গৌছ উদ্দিন, মোঃ সেলিম মিয়া, মোঃ অলিউর রহমান প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।