সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, আর্ত মানবতার সেবায় কাজ করে রোটারি বিশ্ব জুড়ে প্রশংসা অর্জন করেছে। আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে রোটারিয়ানদের মতো সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোটারি অঙ্গনের রোটারিয়ানরা তাদের মহতি কাজের ফলে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রত্যেককে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সাথে প্রতিবেশীদেরকে অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে হবে। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে সমাজ ও দেশের কাজে পরিচালিত করতে হবে। তাহলে আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৪০তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে রোটারিয়ান এম এ রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন, অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি সাব্বির আহমদ ও রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান। রোটারিয়ান তাজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিচালনা করেন রোটারিয়ান পিপি এ্যাডভোকেট ড. শহিদুল ইসলাম।
রোটারিয়ান রুহুল আলমের সভাপতিত্বে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্ণর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর ও সম্মানিত অতিথি হিসেবে জেলা গভর্ণর ইলেক্ট ড. বেলাল উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি অলিউর রহমান নাহিদ, এসিসট্যান্ট গভর্নর রোটরিয়ান পিপি ইয়াকুতুল গণি ওসমানী। অভিষেক অনুষ্ঠানে বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান বিকাশ কান্তি দাশ নবাগত সেক্রেটারি রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্লাব চার্র্টার হস্তান্তর করেন। প্রধান অতিথির জীবন বৃত্তান্ত পাঠ করেন রোটারিয়ান পিপি হূমায়ুন ইসলাম কামাল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পরিচয় পর্ব পরিচালনা করেন রোটরিয়ান পিপি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, রোটারিয়ান পিপি জিয়াউল হক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের লটারি পর্ব পরিচালনা করেন, কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি হূমায়ুন ইসলাম কামাল। অনুষ্ঠানে ৪০-তম অভিষেক অনুষ্ঠানের স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারি এমন একটি সংগঠন যা সারা বিশ্বের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে তার কর্মকান্ডের মাধ্যমে। নিজের অর্থ দিয়ে মানবতার কল্যাণে নিয়োজিত থাকেন রোাটারিয়ানরা। রোটারিয়ানরা মানবতার কল্যাণে কাজ করে থাকে এই তথ্যটি সকল মানুষকে জানাতে হবে। রোটারিয়ানদের সম্পর্কে ভুল ধারণা দূর করতে হবে। আমাদের যুব সমাজকে রোটারির কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে সাথে নিয়ে সমাজ এবং দেশের উন্নয়নমূলক কাজে এগিয়ে যেতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি।