• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গুজবে কান দিবেন না, গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করুন : প্যানেল মেয়র লিপন বকস্

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
গুজবে কান দিবেন না, গুজব  সৃষ্টিকারীদের প্রতিহত করুন : প্যানেল মেয়র লিপন বকস্

‘‘পদ্মা সেতুতে মাথা লাগবে বলে যারা অপপ্রচার চালিয়ে নিরীহ মানুষের উপর বর্বরতা ও নিষ্ঠুর নির্যাতন চালানোর তৎপরতায় লিপ্ত, এদের আইনের আওতায় আনছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশকে উন্নয়নের ধারাবাহিকতা থেকে বাধাঁগ্রস্থ করতে একটি মহল দেশজুড়ে মিথ্যা গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এতে কেউ বিভ্রান্ত হবেন না। অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হাতে তুলে দিন। তাকে ধরে মারপিট বা গণধোলাই দেওয়া থেকে বিরত থাকুন। আপনারা একটু সচেতন হলে নিরীহ কারো প্রাণ অকালে ঝরে যাবেনা। কেউ হারাবেনা তার মাকে, এতিম হবেনা কোনো শিশু’’
শনিবার কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে গুজব ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।