বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৭ জুলাই শনিবার বিকেল ৪টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সভা অনুষ্টিত হয়।
বিশেষ সভায় ২৮ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যটি ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রতিপাদ্য হিসাবে নির্ধারণের দাবিতে মাননীয় মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরাবরে স্মারকলিপি প্রদান, ৩০ জুলাই সোমবার বেলা ১১টায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যটি ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রতিপাদ্য হিসাবে নির্ধারণের দাবিতে মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান, ১ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যটি ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রতিপাদ্য হিসাবে নির্ধারণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী ৩ আগস্ট শনিবার বেলা ১১টায় এম.সি কলেজ খেলার মাঠে মাসিক ক্রীড়া প্রতিযোগিতা আগস্ট ২০১৯ এর আয়োজন ও ৬ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগীয় সাধারণ সভার উদ্যোগ গ্রহণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত উভয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক এবাদ উল্লাহ। বিশেষ সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, মো. আছকির মিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মুখতার আহ্মেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মো. মীর ছাইফুল ইসলাম, সৈয়দ রাসেল, সৈয়দ ইব্রাহিম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জ্াদ খান, সহ প্রচার সম্পাদক তানভীর হাসান ফাহিম, যোগাযোগ সম্পাদক মো. মকবুল চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়ন্ত পাল, সমাজসেবা সম্পাদক মো. মহিবুর রহমান মুহিব, সহ প্রচার সম্পাদক মো. রমজান আহমদ সাকিল, সহ যুব ও ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ। প্রেস-বিজ্ঞপ্তি।