• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে দু’টি বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
মাধবপুরে দু’টি বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্র্মে দু’টি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দুটি বিয়ে ভেঙ্গে দেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবে না মর্মে অভিভাবদের লিখিত অঙ্গিকার নেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সেখানে যাই। সেখানে ওই গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে জরিনা আক্তার(১৫) এবং নানু মিয়ার মেয়ে সাবিনা আক্তার(১৪)’র বিয়ে দেয়ার আনুষ্টানিকতা চলছিল। কিন্তু তাদের বয়স না হওয়ায় বিয়ে ভেঙ্গে দিয়ে প্রাপ্তবয়স হলে তাদের বিয়ে দেওয়া হবে মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গিকার নেই।