• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক হালিমের বিরুদ্ধে পরিকল্পিত মামলা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৮

স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন সেক্টরে পুলিশের চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক আব্দুল হালিমকে পুলিশ পৃথক দুটি মামলায় আসামি করেছে। এরমধ্যে একটি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় ও অপরটি মহানগর পুলিশের কোতোয়ালি থানায়। সূত্র জানায়, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদনের বিরোধের জেরে আব্দুল হালিমকে শাহপরাণ থানার একটি হত্যা মামলায় আসামী করা হয়। এছাড়াও তাকে কোতোয়ালি থানার আরো একটি রাজনৈতিক মামলায় ২নং আসামী করা হয়। এছাড়াও এই মামলায় এজহার নামীয় আসামি করা হয় আরও ৮২জন নেতাকর্মীকে। এদিকে এ ঘটনায় সিলেট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন। এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক হালিমের বিরুদ্ধে পুলিশ যে দুটি মামলা করেছে তা পরিকল্পিত। অবিলম্বে যদি এই মিথ্যা মামলা থেকে তাবে অব্যাহতি না দেয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জানা যায়,