সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুর সাড়ে ৩টায় এ অভিযানে গোলাপগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে খাদ্যপন্য বিক্রেয়কারী প্রতিষ্ঠান ফিজাকে বিদেশীপণ্যে আমদানী তথ্যযুক্ত স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্রেস্টি কেক রাখায় ৭ হাজার টাকা ও মধুবনকে বিদেশী পণ্যে আমদানী তথ্য যুক্ত স্টিকার উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এরকম তদারকিঅভিযানে নিয়মিত চলবে। অভিযানে সহযোগীতা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ক্যাব সিলেট।