সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকা থেকে জালনোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৫০০(পাঁচশত) রুপির নোটের সদৃশ ৬৮টি নোট, ভারতীয় ২ হাজার রুপির নোটের সদৃশ ২২ টি নোটসহ মোট জাল রুপি ৭৮ হাজার এবং ভারতীয় জাল রুপি বিক্রিত বাংলাদেশী ৭৮ হাজার আসল টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লেট জেলার জকিগঞ্জ থানাধীন রায়গ্রাম যাত্রী ছাউনির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো আব্দুল জব্বার (৪৫) জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও দেলোয়ার হোসেন (২০) একই এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
বুধবার (২৪ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, (সিলেট ক্যাম্পের) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।