• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মাধবপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মাধবপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও তাসনুভা নাশতারান জানান, অভিযানকালে নোয়াপাড়া বাজার অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে ৩টি মিষ্টির দোকানকে ৪৮ হাজার টাকা , একটি বেকারিকে ২০ হাজার টাকা এবং ১টি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।