সিলেট সুরমা ডেস্ক : সিলেটে গত কয়েকদিন থেকে অবিরাম মুষল ধারে বৃষ্টি হচ্ছে। সিলেট নগরী ও শহরতলীতে পাহাড়ে ঝুকি নিয়ে বসবাস করছে নিম্ন আয়ের লোকজন। প্রতিদিন ঘটছে টিলা ধসের ঘটনা।
বৃহস্পতিবার সকালে ঝুকি পূণ টিলার ছবি তুলতে গিয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ প্রতিদিনের ষ্টাফ ফটো-সাংবাদিক নাজমুল কবীর পাভেল।
সিলেট এর টুকের বাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাহাঙ্গীর নগর এলাকার লন্ডনি টিলার প্রায় শতাধিক পরিবার ঝুকি নিয়ে বসবাস করছে। বুধবার রাতে রাবেয়া বেগমের ঠিলা ধসে ভেঙ্গে যায়।
এই উচু ঠিলায় উঠতে গিয়ে নাজমুল কবীর পাভেল পা পিছলে পড়ে যাওয়ার সময় অল্পের জন্য রক্ষা পান। পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে জানিয়েছেন ফটো-সাংবাদিক শাহিন আহমদ।