• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রেলের নতুন মহাপরিচালক শামছুজ্জামান

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
রেলের নতুন মহাপরিচালক শামছুজ্জামান

সিলেট সুরমা ডেস্ক : রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামছুজ্জামান।

বুধবার (৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে আদেশ জারি করলে বৃহস্পতিবার তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২০১৬ সাল থেকে তিনি সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালকের (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. শামছুজ্জামান ১৯৬২ সালে যশোর জেলার ঝিকরগাছায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করেন।

১৯৮৪ সালের বিসিএস (বিশেষ) ব্যাচের এ কর্মকর্তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশ রেলওয়েতে। এর পর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণেও অংশ নিয়েছেন মো. শামছুজ্জামান।