স্টাফ রিপোর্টার : শৈশবের স্মৃতি, পূরনো দিনের বাল্যকালের বন্ধুদের সাথে বহু বছর পর দেখা, এ যেনো ফেলে আসা দিনগুলো আবার এলো ফিরে। সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকাবাসীর আনন্দ ভ্রমনে এমনই চিত্র ফুটে উঠে বার বার ।
যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী ও সংগঠক শামীম বকস্, দুলাল আহমদ, নাদির হোসেন, জয়নুল হক জয়নাল, রওশন বকস্, সেলিম আহমদ, হরিলাল দাস শাওন, মুহিবুর রহমান মুহিব, নিজাম আহমদসহ সবার সম্মিলিত চেষ্টা ও তত্ব্যাবধানে গত ২৫ শে জুন সিলেটের সিমান্তবর্তী ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় আনন্দ ভ্রমনে যান তারা । সেখানে আনন্দ আর উল্লাসে মেতে উঠেন সবাই। ছোট বড় সবাই একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখে অত্যান্ত সুন্দর ও স্বাভাবিকভাবেই সময় কাটান । সকাল ১১ টার দিকে কদমতলী থেকে দুটি যাত্রীবাহী বাসযোগে রওয়ানা হন তারা । যাত্রার শুভলগ্নে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন । বিকেল ৩ টার দিকে সেখানে গিয়ে পৌছলে শুরু হয় বৃষ্টি । বৃষ্টিতে ভিজে সবাই ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ৪টি ডিঙ্গি নৌকায় যাত্রা শুরু করেন । সেখানে পৌছে কেউ নদীতে গোসল করেন, কেউবা কাটেন সাঁতার । কেউবা ক্যামেরা আর মোবাইল ফোনে স্থির চিত্র ধারণ করেন । বিকেলে সেখান থেকে ফিরে খেয়াঘাটের পাশেই শুরু হয় ভোজন । ভোজন শেষে বাড়ি ফিরে আসেন সবাই। আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন, কদমতলী এলাকার ছোট বড় প্রায় সকলেই ।