• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ কিউইরা

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৬, ২০১৯
বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ কিউইরা

সিলেট সুরমা ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

বুধবার বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় নিউজিল্যান্ড। আর সেই দুর্দান্ত দলটির বিপক্ষেই খেলতে নামছে ধুঁকতে থাকা পাকিস্তান। যাদের ৬ ম্যাচে জয় মাত্র দুটিতে। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় জয়ের খোঁজে রয়েছে কিউইদের বিপক্ষে। সেমির আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচেও জয় চাই পাকিস্তানের।

আবার কিউইরা রয়েছে সেমিফাইনালের পথেই। আজ জিতলেই তা নিশ্চিত হয়ে যেতে পারে। তবে বিশ্বকাপে এই পাকিস্তানের বিপক্ষে কিউইদের রেকর্ড খুব একটা ভালো নয়। ৬ ম্যাচের ৪টিতেই জয়ী পাকিস্তান।

পরিসংখ্যান তাদের পক্ষে হলেও এবারের টুর্নামেন্টে অনেকটা রোলার কোস্টারের মতো দেখা যাচ্ছে পাকিস্তানকে। উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও স্বাগতিক ইংল্যান্ডকে তারা হারিয়ে দিয়েছে অপ্রত্যাশিতভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়ায় মিলেছে একটি পয়েন্ট, আবার ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়াদের বিপক্ষে।

এমন উত্থান-পতনের মধ্য দিয়ে তারা ফিরিয়ে আনছে ১৯৯২ বিশ্বকাপের দৃশ্যপটটাই। সেবার এভাবেই লিগ পর্ব পার হয়েছিল তারা। এবারও কি তারা ফিরিয়ে আনবে সেই দৃশ্যপট? উত্তরটা জানা যাবে আজকেই।