সুধীজনদের মিলন মেলায় সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায়। এতে অংশ নেন রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
ইফতার মাহফিলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ পরিচালক মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) হাবিবুর রহমান, সিলেট জেলা কারাগারের ডেপুটি জেলার আবু সালাম তালুকদার।
রাজনীতিবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আফসার আজিজ, বিএমএ সিলেটের সভাপতি ডা. রোকন উদ্দিন আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাই কাইয়ুম, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, ব্লাস্টের সমন্বয়ক এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ, এবিএম জিল্লুর রহমান উজ্জল, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এসএম শওকত আমিন তৌহিদ, আব্দুর রকিব তুহিন, আবুল কালাম আজাদ লায়েক, রাশেদ আহমদ, প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কনা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ ও এ জেড রওশন জেবীন রুবা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম ও সিলেট জেলা সভাপতি আমিনুল ইসলাম লিটন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন খান, উপ পরিচালক এটিএম তারেক, আব্দুল হক, পবিত্র কুমার দাস, প্রদীপ কুমার দাস, এসনিক সিলেটের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত সহকারি আবুল হোসেন প্রমুখ।
ক্লাবের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ আহমদ সেলিম, আল আজাদ, মো. মহসীন, আবদুল মুকিত, মুকিত রহমানী, মঈন উদ্দিন, মতিউল বারী চৌধুরী ও অপূর্ব শর্ম্মা।
কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ওলিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী, সুব্রত দাস, শাহীন আহমদ।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন হাসান, নেহার রঞ্জন পুরকায়স্থ, শাব্বীর আহমদ ফয়েজ, আবুল হোসেন, সাঈদ চৌধুরী টিপু, দেবাশীষ দেবু, সাদিকুর রহমান সাকী, সৈয়দ রাসেল, হাবিবুর রহমান হাবিব, সুমন কুমার দাস, ছামির মাহমুদ, আনন্দ সরকার, শফিকুর রহমান চৌধুরী, হাসিনা বেগম চৌধুরী, সৈয়দ বাপ্পী, সোহাগ আহমদ, ইউসুফ আলী, মাহমুদ হোসেন, মোস্তাফিজুর রহমান রুমান, অমিতা সিনহা, সজল ঘোষ, নোমান বিন আরমান, মাই¯œাম রাজেশ, এম এ মালেক, শংকর দাশ, অমল কৃষ্ণ দেব, কাইয়ূম আল রনি, রায়হান উদ্দিন, মুজিবুর রহমান ডালিম, আশরাফ চৌধুরী রাজু, গাজী মো. জাফর সাদেক, মো. আবু বকর, শেখ লুৎফুর রহমান, এনামুল কবীর, শফিকুল ইসলাম শফি, সুলতান আহমদ, ইয়াহইয়া মারুফ, রফিকুল ইসলাম কামাল, রাশেদুল হেসেন শোয়েব, আবদুল আহাদ, পিংকু ধর, আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, মনিরুজ্জামান রনি, মিটু দাস জয়, শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
ইফাতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। প্রেস-বিজ্ঞপ্তি।