• ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রজব, ১৪৪৬ হিজরি

শিপন আহমদ এবার নির্মাণ করলেন নাটিকা ইজ্জত আলীর মাথা গরম

sylhetsurma.com
প্রকাশিত মে ৭, ২০১৯
শিপন আহমদ এবার নির্মাণ করলেন নাটিকা ইজ্জত আলীর মাথা গরম

সিলেট সুরমা ডেস্ক :  পবিত্র মাহে রমজান নিয়ে হ্যালো বাংলার প্রযোজনায় শিপন আহমদ এবার নির্মাণ করলেন নাটিকা ইজ্জত আলীর মাথা গরম
গল্প সংকেপে, দেখা যাবে এক লোক বছরের ১১ মাস ভালো থাকে রমজানের এক মাস তার মাথা গরম থাকে। অযথা মানুষের সাথে খারাপ ব্যবহার করা,সংসারে কাজে অকাজে ঝগড়া করা, রোজা রাখে কিন্তু নামাজ পড়েনা এইসব বিষয় নিয়ে এই নাটকটি নির্মাণ করেন শিপন আহমদ। গল্পে তুলে ধরা হয় বাস্তবতা। এতে অভিনয় করেন, শিপন আহমদ, হেনা আলী, হিমেল, লিমন, স্বাধীন, রাজন ও রিপন। রচনা ও পরিচালনা করেন শিপন আহমদ নিজে। নাটকটি ৬ মে ইউটিউব চ্যানেল হ্যালো বাংলায় দর্শকদের জন্য উন্মোক্ত করা হয়।