• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

“” মহাবীর ” – সুরাইয়া পারভীন লিলি

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২২, ২০১৯
“” মহাবীর ” – সুরাইয়া পারভীন লিলি

"" মহাবীর " - সুরাইয়া পারভীন লিলি

হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর,

তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।

হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর।

হে মহাবীর — তুমি জন্মেছিলে এই বাংলায় করেছিলে মোদের ধন্য,

তোমার নেএিত্বে আমরা আজ ও অটল তাই তো হয়নি আর কেউ পাকিস্তানি হানাদারদের পণ্য।

হে মহাবীর — তুমি ছিলা অলৌকিক এক তীর,

তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমও্বের দেশ,

তুমি জন্মেছিলে বলেই — আমরা স্বাধীন ভাবে বলছি কথা তাইতো আছি বেশ।

তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি বাঙালি জাতীর,

প্রতিক — লাল সবুজে একটি পতাকা যেখানে আছে বাঙালি জাতীর– স্বাধীনতার আনন্দ উল্লাসের কথা।

তুমি জন্মেছিল বলেই — পূর্ব আকাশে সূর্য ওঠে পাখিদের গানের সুরে,

দেশকে করেছি সোনার বাংলা ভরিয়ে গিয়েছে নূরে।

হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।

উৎসর্গে — জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

উনার ৯৯ তম জন্মদিনে।