• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সায়েম ভূইয়া ছিলেন সমাজের কল্যাণে দায়িত্ববান একজন সফল মানুষ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৬, ২০১৯
সায়েম ভূইয়া ছিলেন সমাজের কল্যাণে দায়িত্ববান একজন সফল মানুষ

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্স লিপন

সিলেট সুরমা ডেস্ক :  সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বকস্ লিপন বলেছেন, ‘গণমানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মোঃ সায়েম ভূইয়া ছিলেন সমাজের কল্যাণে দায়িত্ববান একজন সফল মানুষ।

বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মোঃ সায়েম ভূইয়ার অকাল মৃত্যুতে গতকাল (১৫ মার্চ) শুক্রবার রাতে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষণজন্মা এই মানুষটি সবসময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। তাঁর অবদান অবশ্যই স্মরণীয়।’

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ সায়েম ভূইয়া গত ১২ মার্চ মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

সংগঠনের সভাপতি মোঃ আবদুল মালেক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জমির আলী বেপারীর পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ি সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, রেলওয়ে শ্রমিক নেতা ইউনুছ মিয়া, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাভেদ আমিন সেলিম, সিলেট রেলওয়ে স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রবীণ সমাজসেবী আলহাজ্ব মোঃ হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ সুরেশ, তরুণ সমাজসেবী ও ব্যবসায়ী মিনহাজুল ইসলাম, কবির আহমদ, জুয়েল আহমদ ও দেলওয়ার হোসেন মামুন।

সংগঠনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি মোবারক হোসেন হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ ও মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, সহ-অর্থ সম্পাদক আব্দুল হালিম, দফতর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক হোছনা বেগম, সমাজকল্যাণ সম্পাদক মোবারক হোসেন, নির্বাহী সদস্য সেলিম আহমদ, প্রবীণ নেতা আব্দুল হক, অন্যতম সদস্য জাকির হোসেন, লাভলু আহমদ, চন্দনা চিশতি, নাছিমা বেগম, তাছলিমা বেগম, রেখা বেগম, সুলতানা বেগম, রোজিনা বেগম, ছালেহা বেগম, মোহাইমিন ইসলাম রাহীম তালুকদার প্রমুখ।

পরে অনুষ্ঠিত হয় এক মিলাদ মাহফিল। এতে মোনাজাত পরিচালনা করেন রেলগেইট জামে মসজিদের পেশ ইমাম।