সিলেট সুরমা ডেস্ক : পৌনে চার লাখ টাকায় পুলিশে চাকুরি দেয়ার নামে প্রতারণার মামলায় সুনামগঞ্জে আবদুর রউফ নামের এক প্রতারককে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুর রউফ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিশ্চিত করে জানান, অন্য প্রতারণার বিষয়েও ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলার মধ্যনগর থানার বাঘেরপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নিবারণ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসকে পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে ৩ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন আবদুর রউফ।
ওই টাকা নিয়ে আবদুর রউফ সুনামগঞ্জ থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে চলতি বছরের ৩০ জানুয়ারি হত দরিদ্র কৃষক নিবারণ বিশ্বাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।