সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা-মোটরবাইক ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া আটটায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের মৌলভীবাজার রোডস্থ ৬ নং পুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন মটরসাইকেল চালক শরীফুল ইসলাম (৪০) অন্যজন ট্রাকচালক জাকির হোসেন (৩৫)। তাদের মধ্যে মটরসাইকেল চালক শরীফুলের অবস্থা আশংকাজনক৷
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, সকালে মৌলভীবাজার রোডের ৬নং পুলের ইউনিয়ন অফিসের সামনে একটি ট্রাক, সিএনজি ও মটরসাইকলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়৷ ট্রাকটি একটি মটরসাইকেল ও সিএনজিকে দ্রুতগতিতে এসে চাপা দেয়৷ আমরা গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক ও মটরসাইকেল চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি৷
মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আব্দুল মজিদ বলেন, সকালে আমাদের হাসপাতালে শ্রীমঙ্গল থেকে দুর্ঘটনায় আহত দুইজন রোগী এসেছিলেন তার মধ্যে একজনকে (ট্রাকচালক) কে আমরা এখানে ভর্তি করেছি৷ আরেকজন (মটরসাইকেল চালক) কে আশংকাজনক অবস্থায় আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলাম, কিন্তু তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেছেন৷