
সিলেট সুরমা ডেস্ক : সদ্য শেষ হলো একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিনোদন অঙ্গনের তারকাদের মনোনয়নপত্র কেনার বিষয়টি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যক তারকা মনোনয়ন কেনেন। তবে মনোনয়ন পেয়েছেন কয়েকজন। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও সরব হয়েছেন বিনোদন জগতের তারকারা। এরই মধ্যে অনেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন- সাবেক এমপি সারাহ বেগম কবরী। এছাড়া মৌসুমী, সুর্বণা মুস্তাফা, সুজাতা, ফাল্গুনী হামিদ, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, তারিন, জ্যোতিকা জ্যোতি, মিষ্টি জান্নাতও সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৫০টি সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
তথ্য সূত্র, মানবজমিন লিংক সংযুক্ত