• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাবেন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৯
প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাবেন

প্রধানমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন ।
চতুর্থবারের মত প্রধানমন্ত্রী ও একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীসভা গঠন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচিতে জানানো হয়, আগামীকাল বেলা ১১ টায় শেখ হাসিনা হেলিকাপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন।

৮ জানুয়ারী ২০১৯ (বাসস)