• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পীরমহল্লায় ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯
পীরমহল্লায় ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট সুরমা ডেস্ক : পীরমহল্লা প্রভাতী সংঘ আয়োজিত ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা রবিবার রাতে পীরমহল্লা এলাকায় অনুষ্ঠিত হয়। পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবুল বশর হোসাইনের সভাপতিত্বে ও পীরমহল্লা প্রভাতী সংঘের আহ্বায়ক ছালিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. কামাল উদ্দিন, ডা. এম.এ আজিজ, সৈয়দ আবু ছাদেক আলমগীর, নাজিম উদ্দিন আহমদ, মিছবাহ উদ্দিন চৌধুরী, আব্দুল আলিম তুষার, এম.এ মঈন খান বাবলু, হাজী মুমিনুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন পীরমহল্লা প্রভাতী সংঘের প্রতিষ্ঠাতা শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হায়দার ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাসুদ, মাসুম আহমদ, মখলিছুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার নাজিম উদ্দিন শাহান, আতিকুর রহমান, নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী শিপলু, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কাজী মকসুদ আহমদ, রুবেল আহমদ, মুহিবুল হকশাওন, আকাশ দেব, ইমরান মোহাম্মদ, মুহিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।