সিলেট সুরমা ডেস্ক : সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন।
এই শপথের মধ্যে দিয়েই টানা তৃতীয়বারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ।
রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী। একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজিয়েছেন মূলত নতুনদের নিয়ে।
বিদায়ী সরকারের মন্ত্রিসভায় থাকা ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি। প্রথমবারের মত সরকারের দায়িত্ব পালন করতে আসছেন নতুন সরকারের ৩১ জনই।
শেখ হাসিনা তার আগের তিন সরকারে শরিক দলের নেতাদের মন্ত্রী করলেও এবার তাদের কাউকে ডাকেননি। পুরোপুরি আওয়ামী লীগের নেতাদের নিয়েই হচ্ছে তার নতুন সরকার।