সিলেট সুরমা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সংসদ নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর সাংসদ হিসেবে শপথ নিয়ে প্রসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সংখ্যাগরিষ্ট দলের আস্থাভাজন নেতা হিসাবে আওয়ামী লীগ সভাপতিকে সরকার গঠনের এ আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট।
বিকাল চারটার দিকে বঙ্গভবনে পৌঁছালে শেখ হাসিনাকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হন আওয়ামী লীগ প্রধান। বঙ্গভবন ও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। পরে দলীয় সংসদ সদস্যরা প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন।