• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘প্রধানমন্ত্রী চাইলে’ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মুহিত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘উন্নত বিশ্বে ৪০ শতাংশ ভোট কাস্ট হলেই তারা সন্তুষ্ট হয়। আমাদের দেশে ৭০ শতাংশ ভোট কাস্ট হলেই কেবল আমরা সন্তুষ্ট হই। সেই অনুপাতে এবার আমাদের দেশে একটু বেশি ভোট পরেছে, সেটা প্রায় ৮০ শতাংশ।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ধরেছিলাম ২০৩০ সাল নাগাদ দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে। কিন্তু এখন দেখছি ২০৩০ সাল লাগবে না। আগামী ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। এই বিষয়টি দেশের মানুষ এবার বুঝেছে। অনেক উন্নয়ন করার পরেও ২০০১ সালে আমরা জয়ী হতে পারিনি। সে সময়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এবার দিয়েছে। দেশের মানুষ বুঝেছে শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’