• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোটে জিতলেন মাশরাফি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮
২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোটে  জিতলেন মাশরাফি

সিলেট সুরমা ডেস্ক : নড়াইল-২ আসনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা রেকর্ড ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে ২ লাখ ৬৬ হাজার ২১২ ভোটের ব্যবধানে জিতেছেন। নড়াইলের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে এত ভোটের ব্যবধানে এরআগে আর কেউ জেতেননি।

প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায় নৌকা প্রতীকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৮ হাজার ৬ ভোট। নিয়ম অনুযায়ী এই আসনে ধানের শীষের প্রার্থী জামানত হারাতে চলেছেন।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। জানা গেছে ২ লাখ ৮৪ হাজার ভোট প্রয়োগ হয়েছে, যার ৯৬ শতাংশ ভোটই পড়েছে মাশরাফির নৌকার বক্সে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও এই আসনে নির্বাচন করা অন্যান্য প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট সমর্থিত মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত ফকির শওকত আলী।