• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ হ্যাক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮
বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ হ্যাক

সিলেট সুরমা ডেস্ক : বুধবার রাত তিনটার দিকে বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ- ‘Bangladesh Nationalist Party-BNP’. তারপর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে। এ সকল পোস্টের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পূণরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।