সিলেট সুরমা ডেস্ক : ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ৭ ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে আটক করেছে। শহরের কলেজমোড় এলাকার বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ভেতরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন জীবা আমিনা খান। তিনি পুলিশের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আটককৃতরা হলেন জেলা যুবদলের সদস্য কামাল মুন্সি, রিয়াজ হোসেন, নাসির উদ্দিন, কবির হাওলাদার, ছাত্রদল কর্মী রাসেল ও রুবেল। অপরদিকে রাতে কাঠালিয়ায় তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন কাঠালিয়ায় উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জয়নাল আবেদন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ রাসেল। বিএনপি প্রার্থী জীবা আমিনা খান অভিযোগ করেন, আমার নির্বাচনী কাজে বাধা দিতেই নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
আমার সঙ্গে থাকা লোকজনদের ভয় দেখানো জন্য পুলিশ এ ধরণের কাজ করেছে। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তথ্য সূত্র, মানবজমিন লিংক সংযুক্ত