সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ছোঁয়া সিলেট বিভাগে এসে পৌঁছেছে। সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। শ্রীহট্ট একটি ঐতিহাসিক নাম। এই নামে অর্থনৈতিক অঞ্চল করেছি।
শনিবার (২২ ডিসেম্বর) বিকালে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সিলেট বিভাগের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। হাওর-বাওর ও প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল করে দিয়েছি যাতে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যায়।
তিনি বলেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে।
চা-শ্রমিকরা নৌকায় ভোট দেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। তাদের উন্নয়নে স্কুল, কমিউনিটি, মসজিদ করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে ইতিমধ্যে জানুয়ারিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়াও সিলেটের চার জেলার উন্নয়নে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি।